মাদক হতে সুস্থতাপ্রাপ্ত নারী-পুরুষদের মূলস্রোতে পুনর্বাসনে প্রয়াস

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

মাদক প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। মাদকাসক্তদের ঘৃণা না করে দরকার ভালোবাসা ও সুচিকিৎসা। মাদক থেকে ফিরে আসার একটাই পথ, তা হল সমাজের মূল ধারায় তাদের পুর্নবাসনে সকলের সহায়তার মনোভাব। মাদক প্রতিরোধে পরিবারের গুরুত্ব অপরিসীম। মাদক প্রতিরোধে কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের অধীনে ইকোনমিক রিইন্টিগ্রেশন প্রকল্পের একটি মতবিনিময় সভায় উপস্থিত বক্তাগণ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। প্রকল্পের চকবাজার কাউন্সেলিং সেন্টারের সভাকক্ষে গত ৮ জুন অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চকবাজার কাউন্সেলিং সেন্টার কার্যালয়ে মাদক থেকে সুস্থতা প্রাপ্ত (রিকভারি) ব্যক্তিদের মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, চকবাজার থানার সাব-ইন্সপেক্টর রাজিব পাল, মো. শফিউল আলম হিরু, মো. ইউনুছ, মো ফারুকি প্রমুখ। জুনিয়র কর্মসূচি কর্মকর্তা দেবব্রত পালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রামের কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী। মাদক গ্রহণে শারীরিক-মানসিক প্রভাব ও আমাদের করণীয় নিয়ে আলোচনা করেন প্রকল্পের মনিটরিং অফিসার শাহরিয়ার শিমুল। সভার পূর্বে মাদকাসক্তি হতে সুস্থতাপ্রাপ্তদের নিয়ে একটি আনন্দমেলার আয়োজন করা হয়। এতে ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জেসমিন সুলতানা পারু ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম শামশুল কবির উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআচরণ বিধি ভঙ্গ ফারহাদাবাদে এক ইউপি প্রার্থীকে জরিমানা
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সেমিনার