আচরণ বিধি ভঙ্গ ফারহাদাবাদে এক ইউপি প্রার্থীকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৩ জুন, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

হাটহাজারীতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার দায়ে এক ইউপি সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার সময় নিয়ম ভেঙ্গে একাধিক মাইক ব্যবহার করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। এ জরিমানা করেন এসি ল্যান্ড মো. আবু রায়হান। উক্ত ইউপি প্রার্থী ফরহাদাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচন করছেন।
প্রসঙ্গত, হাটহাজারীর ১ নং ফরহাদাবাদ ইউনিয়ন নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধব্রাইট বাংলাদেশ ফোরামের সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমাদক হতে সুস্থতাপ্রাপ্ত নারী-পুরুষদের মূলস্রোতে পুনর্বাসনে প্রয়াস