মন জানালা

লিপি বড়ুয়া | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

আজ নদীর ঢেউ বড় চঞ্চল

পাখির গানে ফুলেরা হাসছে।

সাঁওতালি মেয়ের উন্মাদ নৃত্যের

তালে তালে মৃদঙ্গের সুর ভেসে আসছে,

খুলে দিলাম মন জানালা

প্রাণে প্রাণে হিল্লোল বয়ে এনেছে।

চাঁদনি রাত আর রাতের পাহাড় যেন

সদ্য জেগে উঠা এক দ্বীপ।

চারপাশে জলের বেষ্টনী

তার মাঝে তুমি, ভেসে থাকা পূর্ণিমার চাঁদ।

আদরে আদরে ছড়িয়ে পড়ছে রক্তিম আভা

কী মনোরম আলোর দ্যুতিময় প্রভা।

রাত যত গভীরে প্রবেশ করছে

পরিপূর্ণতার অনুভূতি ততই তীব্র হচ্ছে।

আজ যেন অন্য মানুষ হয়ে উঠছি ক্রমশ

শিরা উপশিরায় টের পাচ্ছি

সব কিছু দূরে টেলে দিয়ে

মগ্নতাকে আলিঙ্গনের ছন্দময় প্রকাশ।

পূর্ববর্তী নিবন্ধমা গর্ভে মানবশিশু
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক গণিত দিবসে আমাদের প্রত্যাশা