নীল আকাশের সীমানা ছুঁয়ে

লিপি বড়ুয়া | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

আমাদের একটি রঙিন সকাল থাকুক

কাঠগোলাপের মায়ায় জড়ানো

এক কাপ চায়ের সাথে।

তুমুল আড্ডা আর গানবাজি হোক তোমার সাথে

খিলখিল হাসিতে ছড়িয়ে পড়ুক

সোনালী রোদের রক্তিম আভা।

জমিয়ে কাব্য হোক মেঘেদের সাথে

নীল সাদা ভালোবাসায়।

রঙিন দিগন্তে ছুটে চলা গাংচিল এর পাখায়

ভর করে স্বপ্ন উড়াল দিক

নীল আকাশের সীমানা ছুঁয়ে।

তোমার সাথে গল্প হোক রঙধনু রঙে

দুটি প্রাণ এক হয়ে

হারিয়ে যাক সুন্দর স্বপ্নরথে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতারণার ছেঁড়া পাতা
পরবর্তী নিবন্ধসৃষ্টি সুখের উল্লাসে কবি : স্মরণে শ্রদ্ধায়