প্রতারণার ছেঁড়া পাতা

কিশোয়ার জাহান | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৮:৫৪ পূর্বাহ্ণ

সেই দিনগুলো নিয়ে এখন আর ভাবি না,

যেই দিনগুলো আমাকে আবেগী করেছিল।

কারণ সেই আবেগগুলো ছিল অবান্তর।

সেই মায়াকে নিয়ে আমি আর দুঃখ পাই না,

যেই মায়া আমাকে আচ্ছাদিত করেছিল।

কারণ সেই মায়াটা ছিল অলীক।

সেই স্বপ্নগুলো নিয়ে এখন বিমোহিত হই না,

যেই স্বপ্নগুলো আমাকে পুলকিত করতো।

কারণ সেই স্বপ্নগুলো ছিল অবাস্তব।

সেই ছোঁয়ায় এখন আর শিহরিত হই না,

যেই ছোঁয়ায় ছিল উত্তেজনা।

কারণ সেই ছোঁয়ায় ছিল বিষাক্ত আবেশ।

সেই ভালোবাসাকে নিয়ে আর গর্ব করি না,

যেই ভালোবাসায় ছিলাম অন্ধ।

কারণ সেই ভালোবাসায় ছিল মিথ্যা ছলনা।

সেই তোমাকে এখন আর মনে রাখি না,

যেই তুমি ছিলে আমার প্রতিটি মুহূর্তের নিঃশ্বাস।

কারণ সেই তুমি ছিলে আমার প্রাণহরণী।

আজ সব দুঃস্বপ্নকে জলাঞ্জলি দিয়েছি,

দিয়েছি মিথ্যা ছলনার সমাধি।

প্রতারণার ছেঁড়া পাতা উড়িয়ে দিলাম আকাশে,

নিঃশ্বাসটুকু নিঃশব্দে স্বস্তি পেল।

পূর্ববর্তী নিবন্ধরহস্যের গন্ধ
পরবর্তী নিবন্ধনীল আকাশের সীমানা ছুঁয়ে