কবি নজরুল

সৈয়দা সেলিমা আক্তার | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

এক হাতে তাঁর বাঁশের বাঁশি

আর হাতে লাল ফুল,

ঝাকড়া চুলের তাগড়া জোয়ান

বিদ্রোহী নজরুল।

অন্যায় ও অবিচার দেখে

উঠতেন ঠিক রুখে

মানবতা দেখলে আবার

ফুটতো হাসি মুখে।

প্রেমের কবি প্রীতির কবি

তাক ধিনা ধিন ধিনা

দ্রোহে এবং প্রতিবাদে

বাজাও অগ্নিবীণা!

কবিতা ও গল্প ছড়ায়

গানেরই বুলবুল

জন্মদিনে শ্রদ্ধা অশেষ

ও কবি নজরুল।

পূর্ববর্তী নিবন্ধনীল আঁচলের বেশে
পরবর্তী নিবন্ধরহস্যের গন্ধ