সমর্পণ

সংযুক্তা চৌধুরী | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

জলন্ত অগ্নি, তীব্র দহন,

অনলে অনল, পুড়ে ছাই।

শামুকের খোলসে ঢাকা মুখ,

নিজেকে লুকাই

গাত্রদাহ, নির্মম জ্বালাময়,

হিমিকা স্পর্শে, সমর্পণ,

সহসাই করি, নির্বাপণ।

অধরা, দেয়না ধরা,

নেই সমপ্রীতি, থাকে অস্পর্শ,

হৃদপিণ্ড, কাঁপে থরো থরো,

হৃৎকমল স্পর্শ করো।

এবার তবে, খোল অবগুণ্ঠন,

নিয়মের করোনা লঙ্ঘন,

সাথি হোক, যোগমনিকাঞ্চন।

পূর্ববর্তী নিবন্ধআমাকে রেখে যাব তোমার অশোকের ডালে
পরবর্তী নিবন্ধনীল আঁচলের বেশে