আমাকে রেখে যাব তোমার অশোকের ডালে

সাদিয়া আফরিন | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

আমি এবং আমার ছায়া হেঁটে চলে

আলগোছে স্মৃতির ভিতর সরু পথে

কখনো রোদের প্রচ্ছদে

কখনো মিহি অন্ধকারে

কুয়াশাচ্ছন্ন হয় বুক, বিষাদের শালবন।

প্রণয়ের প্রচ্ছদে গভীর হয় ক্ষত

বিষাদের ডালে জমে হলুদ কান্না

ফুলের রেণু ঝরে দগ্ধ পাখি হয়ে।

ভালোবাসা ছড়িয়ে যে জোনাকি উড়ে যায়

তাদের কাছে রেখে দিলাম মন মহুয়ার গন্ধ

সব আলো নিভে গেলে তুমি জ্বলে ওঠো

এক বিস্তৃত সর্বনাশে, পরজন্মের মতো!

আমি টের পাই অতীত আর ভবিষ্যৎ

কেবল দেখি না বর্তমানের আয়না

আমি মরে গেলেও ছায়া ফেলে যাবো

রেখে যাবো ভালোবাসা অশোকের ডালে।

পূর্ববর্তী নিবন্ধআমি হবো রবীন্দ্রনাথ
পরবর্তী নিবন্ধসমর্পণ