আমি হবো রবীন্দ্রনাথ

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

আমি হবো রবীন্দ্রনাথ

মনে ভীষণ পণ

লিখতে হবে গীতাঞ্জলি

ভাবছি সারাক্ষণ।

স্কুলে যেন না পড়ে পা

বুঝাই মাকে কারণ

রবীন্দ্রনাথ হতে হলে যে

স্কুলে ভর্তি বারণ।

জল পড়ে কী পাতা নড়ে

দেখবো সুরে ভাবে

ভরবে তরী লেখার স্তূপে

সোনার ফসল লাভে।

ধানের শীষে শিশিরবিন্দু

মোবাইল সেটে চষে

সকল জ্ঞানে হবো জ্ঞানী

ঘরের সোফায় বসে।

কিন্তু একী! গোঁফ হিরা সিং

স্কুলব্যাগ পিঠে দিলো বেঁধে

ফসকে গেলো দেশের নোবেল

কাঁদলো সবাই কেঁদে।।

পূর্ববর্তী নিবন্ধনূরজাহান বেগম : নারী সাংবাদিকতার অগ্রদূত
পরবর্তী নিবন্ধআমাকে রেখে যাব তোমার অশোকের ডালে