মধ্যরাতে চবি ছাত্রলীগের বগিভিত্তিক ৩ গ্রুপের সংঘর্ষ

চবি প্রতিনিধি | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক ৩ উপগ্রুপ। বিবদমান গ্রুপ তিনটির মধ্যে একদিকে সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী গ্রুপ সিক্সটি নাইন ও অপরদিকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী দুই গ্রুপ সিএফসি এবং বিজয়। এ ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের এ তিন উপগ্রুপের নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। রাত একটায় এ রিপোর্ট লেখার সময় ছাত্রলীগের কর্মীরা নিজ নিজ হলে অবস্থান করলেও পরিস্থিতি থমথমে ছিলো।

সংঘর্ষের সময় সিক্সটি নাইনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল হল, সিএফসির নেতাকর্মীরা শাহ আমানত হল ও বিজয়ের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হল এলাকায় অবস্থান করছে। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলমান রয়েছে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া রাত দেড়টায় দৈনিক আজাদীকে বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর সবাইকে হলে ঢুকিয়ে দেয়া হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাত বছরের শিশুকে গরম খুন্তি দিয়ে নির্যাতন
পরবর্তী নিবন্ধক্লাসে ঢুকে শিক্ষিকার সঙ্গে ছাত্রলীগ নেতার অশোভন আচরণ