ক্লাসে ঢুকে শিক্ষিকার সঙ্গে ছাত্রলীগ নেতার অশোভন আচরণ

এমইএস কলেজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে নগরের ওমরগণি এমইএস কলেজের এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ করেছেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার। গতকাল সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে কলেজ অধ্যক্ষের হস্তক্ষেপে অশোভন আচরণের শিকার অর্থনীতি বিভাগের শিক্ষিকা ববি বড়ুয়ার পা ধরে ক্ষমা চান রাকিব।

ববি বড়ুয়া আজাদীকে বলেন, প্রতি বছর ন্যূনতম আড়াই হাজার শিক্ষার্থী কলেজে ভর্তি হয়। কলেজে রাজনীতির সঙ্গে জড়িত ছাত্ররা ভর্তি হওয়া শিক্ষার্থীদের ব্রিফিং করে। তবে গত ১৩ বছরে কেউ আমার সামনে করেনি। আজ বহিরাগত এক ছাত্র আসে, যাকে আমি চিনি না। সে ব্রিফ করতে চাইলে বাধা দিই। এতে সে অশোভন আচরণ করে। পরে আমার ছাত্ররা তাকে ধরে নিয়ে আসে। সে পা ধরে ক্ষমা চায়।

কলেজের অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, বিষয়টি জানার সাথে সাথে কঠোর ব্যবস্থা নিয়েছি। রাকিব এসে ম্যাডামের পা ধরে ক্ষমা চেয়েছে। শিক্ষিকাকে মা ডেকে নিজেদের ভুল স্বীকার করেছে। বিষয়টি আমরা মীমাংসা করেছি। তবে একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের এমন আচরণ কাম্য না।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে চবি ছাত্রলীগের বগিভিত্তিক ৩ গ্রুপের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধএইচএসসির ফল আজ