তাপদাহ থেকে মুক্তি পেতে চট্টগ্রামে মনজুর আলমের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি | শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৭:৫৮ অপরাহ্ণ

প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি চট্টগ্রামে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের আয়োজনে খতমে কোরান দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বাদ জুমা হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে এই দোয়ার আয়োজিত হয়।

এসময় খতমে কোরানে ১০১ জন আলেম ও হাফেজ অংশ নেন।

মাহফিলে আলোচনায় সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনজুর আলম বলেন, মানবজাতি ও প্রাণীকূল সব সৃষ্টির, রিযিকদাতা স্বয়ং আল্লাহতায়ালা। মানুষের ভালোমন্দ সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা সবকিছুরই মালিক আল্লাহতায়ালা। প্রচ- তাপদাহ আমাদের পাপের শাস্তির নির্দশন বলে আমার ধারণা।

তিনি বলেন, আল্লাহতায়ালা তার রহমতের সাগর থেকে আমাদের দেশে রহমত বর্ষণ করবেন এই আমাদের মোনাজাত।

সকালের কর্মসূচিতে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়র রহমান এবং বাদ জুমা হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব সৈয়দ ইউনুচ রজভী। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম রাজু, মোহাম্মদ শাহীন আলম টিপু, আলহাজ মোহাম্মদ সরোয়ার আলম, ডা. মেজবাহ উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, সারহান আব্দুল্লাহ মনজুর আলম, বাদশা আলম সহ অন্যরা।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ
পরবর্তী নিবন্ধউপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে দুই নেতা বহিষ্কার