ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব লঞ্চ মালিকদের

| সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ডিজেলের দাম ৪১ শতাংশ বেড়ে যাওয়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করতে চাইছে মালিক পক্ষ। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি গতকাল রোববার এই প্রস্তাব চূড়ান্ত করে বিআইডব্লিউটিএতে পাঠিয়েছে। আজ সোমবার ভাড়া বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। খবর বিডিনিউজের। ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত বছরের নভেম্বরেই লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। ইউক্রেইন যুদ্ধের রেশে ডলারের উচ্চ মূল্যকে কারণ দেখিয়ে শনিবার সরকার ডিজেলের দাম এক লাফে ৪২ শতাংশ বাড়ায়। এরপর বাসে ভাড়া ২২ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরদিন রোববার লঞ্চের ভাড়া বাড়ানো নিয়ে নিজেরা বৈঠকে বসেন লঞ্চ মালিকরা।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ১৩ ইউনিয়নের নির্বাচিত সাধারণ সদস্যদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধ‘আমার গাড়ি নিরাপদে’ নিরাপদই ছিল ব্যাগটা