আহলে সুন্নাত ওয়াল জামাআত রাঙ্গুনিয়া বেতাগী ইউনিয়ন পশ্চিম পরিষদের উদ্যোগে ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (র.) স্মরণে ১৯ তম সিদ্দিকই আকবর কনফারেন্স সম্প্রতি দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়। মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় কো চেয়ারম্যান অধ্যক্ষ মুফতি ছৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। উদ্বোধন করেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার অধ্যক্ষ ইলিয়াছ নূরী। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ হাফেজ আবদুল আলিম রেজভী।
মুহাম্মদ আরিফুর রাশেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট এম ইকবাল হাছান, উপাধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আলকাদেরী, আবুল হাছান মুহাম্মদ ওমাইর রেজভী, অধ্যক্ষ মারফতুন্নুর আলকাদেরী, উপাধ্যক্ষ জসিম উদ্দিন আবিদি। বক্তব্য রাখেন হাফেজ আবদুল হাই, এস এম রেজাউল করিম বাবর, হাবিবুর রহমান ফারুক, নাজিম উদ্দিন আলকাদেরী, মাহবুবুর রহমান ছফিউল্লাহ, আহমদ করিম নঈমী, নুর মোহাম্মদ মেম্বার, হাফেজ আবুল কালাম, নজরুল ইসলাম, বদরুদ্দিন, সৈয়দুর রহমান প্রমুখ।











