বঙ্গবন্ধুর সোনার বাংলা দর্শনই শেখ হাসিনার দর্শন

সরিৎ চৌধুরী সাজু | বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

অষ্টম শতক থেকে দ্বাদশ শতক বাঙালি জাতির শাসন ছিল, প্রথম বাঙালি রাজা গোপাল শাসন করেছিল এ বাংলা। সেই সময়ের রচিত দোহা- গান বাঙালির জাগরণে শেকড়। চর্যাপদের কবিদের দ্রোহ থেকে শুরু করে ব্রিটিশের বিরুদ্ধে আত্মদান এসবই ছিল বাঙালির রেনেসাঁস। ১৯৪৭ এর দেশ ভাগ ও পাকিস্তানের বিরুদ্ধে ১৯৫২-১৯৭১, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধুর দার্শনিক চিন্তায় প্রতিষ্ঠিত রাষ্ট্র,একুশ শতকের বিশ্বে জাতিসংঘ কর্তৃক দ্বিতীয় প্রধানমন্ত্রীর স্বীকৃতি লাভ একটি অভূতপূর্ব অর্জন।
১৯৪৭ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শিশুটি আজ বিশ্বনেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শিশুবয়সে শেখ হাসিনার এইরূপ দার্শনিক চিন্তার অভিষেক ঘটে তাঁর পরিবারের মধ্যে। বাবা শেখ মুজিবুর রহমান বাঙালির স্বায়ত্ত্বশাসন ও স্বাধীনতার জন্য সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। বাবার রাজনৈতিক শিক্ষায় শেখ হাসিনা জ্ঞানকে সমৃদ্ধ করেছেন, হয়েছেন প্রজ্ঞাবান। সেই সাথে যোগসূত্র রয়েছে তাঁর মাতা ফজিলাতুননেসা মুজিব তথা বঙ্গমাতার কাছ থেকে পাওয়া আত্ম জাগরণের সঞ্জীবনী মূলমন্ত্র। মায়ের রাজনৈতিক দূরদর্শী চিন্তা ও দুঃসময়ে মমতার পরম আদরে পরিবারের সকল সদস্যকে আগলে রাখার ক্ষমতা জননেত্রী শেখ হাসিনা হয়ে ওঠার একটি পাঠশালা। শেখ হাসিনার দার্শনিক চিন্তার প্রাসঙ্গিকতা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বঙ্গবন্ধুর বাঙালির রাষ্ট্রদর্শন ফিরে পাওয়া বাঙালির জন্য সৌভাগ্য। মূলত শেখ হাসিনার রাজনৈতিক দর্শন গঠিত হয়েছে একটি বিপ্লবী পারিবারিক আবহে। বঙ্গবন্ধুর ওপর জেল জুলুম কারাবরণ, গণমানুষের যোগাযোগ, বঙ্গবন্ধুর শিক্ষা, চারিত্রিক মাধুর্য ও জ্ঞান-প্রজ্ঞা চর্চা শেখ হাসিনা অর্জন করছেন। এটিই বর্তমান শেখ হাসিনার জীবন দর্শনের মূল ভিত্তি। ১৯৮৩ তে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা’ নির্মাণ করার প্রয়াসে মনোযোগী হন। সে সময় থেকেই তিনি রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক নিয়ে নিজেকে বিকশিত করার চেষ্টা করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির বিষয়ে ‘শেখ হাসিনার দর্শন’ রূপায়িত হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলার দর্শনই শেখ হাসিনার দর্শন। বাংলাদেশের ‘উন্নয়নের গণতন্ত্র’ দর্শনটি শেখ হাসিনার মগজীয় সৃষ্টির ফসল। এটি প্রমাণিত সত্য যে রাষ্ট্রনায়কের দক্ষ নেতৃত্বে জনগণ ও রাষ্ট্রের উন্নয়নের সূচক অর্জনে সক্ষমতা এটি শেখ হাসিনা দেখিয়েছেন এ বাংলায়। তাই রাষ্ট্রচিন্তায় শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র তত্ত্ব পৃথিবীর বিভিন্ন দেশে আজ মডেল হিসেবে দেখা হচ্ছে। জয়তু শেখ হাসিনা, শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধনারী ফুটবল দলের অগ্রযাত্রা অব্যাহত থাকুক
পরবর্তী নিবন্ধতার বুকের প্রদীপ জ্বলুক আমাদের সকল শিশুর অন্তরে