ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রিমিয়ার ইউনিভার্সিটি

| বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, বাংলাদেশে ফ্যাশন ডিজাইনের প্রাচীন দৃষ্টান্ত হলো মসলিন। প্রাচীনকালে বিশ্বের বিভিন্ন দেশে মসলিন রপ্তানি হতো এবং এসব দেশের অভিজাত শ্রেণির মহিলারা ফ্যাশনের জন্য মসলিন পরিধান করতো। গতকাল মঙ্গলবার প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান। বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশ এতে সভাপতিত্ব করেন। ড. অনুপম সেন আরও বলেন, মসলিন প্রমাণ করে, প্রাচীনকালে বাংলাদেশের বস্ত্রশিল্প সমৃদ্ধ ছিল।

কৌটিল্য ও রোমান ইতিহাসবিদরা এদেশের বস্ত্রশিল্প নিয়ে লিখে গেছেন। তিনি উল্লেখ করেন, অষ্টম অথবা নবম শতকে আরব বণিক ও বিখ্যাত পরিব্রাজক সোলেমান বলেছিলেন একটি মসলিন কাপড় এত সূক্ষ্ম যে তা একটি আংটির ভেতর দিয়ে চলে যায়। বর্তমানে বাংলাদেশ পোশাকশিল্পের একটি প্রধান শিল্পকেন্দ্র। এই শিল্পকেন্দ্রে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজির ভূমিকা বিরাট। উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফ্যাশন ডিজাইনের জন্য দরকার সৃজনশীলতা ও শিল্পমনস্কতা। পোশাকের বৈচিত্র্য, আধুনিকতা ও আন্তর্জাতিকতা তোমাদের উপলব্ধি করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে শেখ রাসেল আন্তঃশ্রেণি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধশেখ রাসেল জাগরুক হয়ে থাকবে সকল শিশু-কিশোরের কাছে