আইসিসিকেই নিষিদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ১০:০৬ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের পর আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টকেই (আইসিসি) নিষিদ্ধ করার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে বিধোধীদল রিপাবলিকানদের সঙ্গে কাজ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বাংলানিউজের।

রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রশ্ন করেছিলেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য মার্কিন কংগ্রেসের দুই দল যদি একসঙ্গে উদ্যোগ নেয়, তাহলে আপনি কি তা সমর্থন করবেন? বাইডেন জবাব দেন, আমি আপনাদের সঙ্গে কাজ করতে রাজি।

বাইডেন বলেন, করিম খানের সিদ্ধান্ত ভুল। ইসরায়েল ও হামাসের তুলনা চলে না। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দেয়া নিয়ে ইসরায়েল ও হামাস নেতাদের মধ্যে চুক্তিতে পৌঁছানো কঠিন হবে।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরে পৌঁছেছেন টার্বুলেন্সের শিকার উড়োজাহাজের যাত্রীরা
পরবর্তী নিবন্ধজাবালিয়ার কিছু অংশ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী