জাবালিয়ার কিছু অংশ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী

রাফায় বিমান হামলা

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ট্যাংক দিয়ে ও আকাশ থেকে বোমা হামলা চালিয়ে কিছু আবাসিক এলাকা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা এক হাসপাতালেও আঘাত হেনেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আর একইদিন মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বিমান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে। খবর বিডিনিউজের।

চলতি মাসে গাজা ভূখণ্ডের উত্তর ও দক্ষিণ প্রান্তে ইসরায়েলের নির্বিচার হামলার কারণে নতুন করে লাখ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। হানাদার বাহিনী গাজায় ত্রাণ প্রবেশ কঠোরভাবে সীমাবদ্ধ করে রাখায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়তে শুরু করেছে। ১৯৪৯ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকালে নিজ ভূমি থেকে বিতাড়িত ফিলিস্তিনিদের জন্য জাবালিয়ায় বিস্তৃত শরণার্থী শিবির গড়ে তোলা হয়। ৭৫ বছর পর ইসরায়েলি সেনাবাহিনী সেই শরণার্থী শিবিরের কেন্দ্রীয় বাজারের কাছে বিভিন্ন সম্পত্তি ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কয়েক মাস আগে ইসরায়েল জানিয়েছিল, তারা জাবালিয়া শরণার্থী শিবির হামাস মুক্ত করেছে। কিন্তু হামাসের যোদ্ধারা এখানে ফের মিলিত হচ্ছে দাবি করে দুই সপ্তাহ আগে তারা ফের শিবিরটিতে প্রবেশ করে।

পূর্ববর্তী নিবন্ধআইসিসিকেই নিষিদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধস্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন