চট্টগ্রামের সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বেশ সমৃদ্ধ

সাহিত্য আড্ডায় অমরেন্দ্র চক্রবর্তী

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গের খ্যাতিমান সাহিত্যিক অমরেন্দ্র চক্রবর্তী বলেছেন, চট্টগ্রাম আমার এক প্রিয় জায়গা। এখানে বারবার আসতে মন চায়। চট্টগ্রামের সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য খুবই সমৃদ্ধ। এখানকার প্রকৃতিও চমৎকার। তিনি গত সোমবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে একাডেমির সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক সাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রণজিৎ কুমার ধর, সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ ও অরুণ শীল, পরিচালক জাহাঙ্গীর মিঞা ও এস এম মোখলেসুর রহমান। একাডেমির জীবন সদস্য থেকে নির্বাচিত পরিচালক শারুদ নিজামের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইকবাল হায়দার, মৃণালিনী চক্রবর্তী, আলাউদ্দিন তাহের, সিমলী দাশ ও অধ্যাপক পিংকু দাশ। কথামালায় অংশ নেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাবুদ্দীন হাসান বাবু, সাহিত্যিক নাসের রহমান। কবিতা ও ছড়া পাঠে অংশ নেন, লিপি বড়ুয়া, সৈয়দা সেলিমা আক্তার, তাহেরা বেগম, কাজী নাজনীন, মিতা পোদ্দার, মারজিয়া খানম সিদ্দিকা, গৌতম কানুনগো, চাঁদ সুলতানা নকশী, হৈমন্তী তালুকদার, মুক্তা রানী দেবী, শিপ্রা দাশ, জোনাকি দত্ত, ডা. প্রণব কুমার চৌধুরী, আজিজ রাহমান, রেহানা আক্তার, জেবারুত সাফিনা, দিলরুবা খানম রুবি, মর্জিনা আখতার, পুষ্পিতা সেন, সোমা মুৎসুদ্দী, খালেছা খানম, জাহানারা মুন্নী, সংযুক্তা চৌধুরী, সাদিয়া আফরিন, শাহিদা আয়েশা ও শ্রাবন্তী বড়ুয়া। আবৃত্তি করেন তহুরা পিংকি, সিমলা চৌধুরী, প্রতিমা দাস, শর্মিষ্ঠা চৌধুরী ও যারীন সুবাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়কের ৮০ শতাংশই কাঁচা, ১৩ গ্রামের মানুষের ভোগান্তি
পরবর্তী নিবন্ধটেকসই ও নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে