রোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির চক্ষু শিবির

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৪৪ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির উদ্যোগে ফটিকছড়ির নিউ দাঁতমারা চা বাগানে গত ১৭ মে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে ২০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে ৩০ জন রোগীকে লেন্সসহ চোখের ছানি ও অন্যান্য অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের অপারেশন করা হবে।

চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন বাগানের চেয়ারম্যান ডা. আবু নাসের চৌধুরী, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডা. অভিক দে, জসিম উদ্দিন, অরবিন্দ চৌধুরী, নুরুল আবছার, মিজান, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ক্লাবের সাবেক সভাপতি মো. মোরশেদ আলম, সভাপতি মুহাম্মদ সাজিদুল হক, সেক্রেটারি মো. জাহেদুল ইসলাম, কুমার সুইং প্রো, রোটার‌্যাক্টর পিপি আশেক চৌধুরী আপন, রোটারি ক্লাব অব চিটাগং লেক সিটির সভাপতি নমিনি মোরশেদা শাহরিন জ্যোৎস্না, এমরান হোসেন হৃদয়, মানিকছড়ি আর্ট অ্যান্ড কালচার ইনস্টিটিউটের কর্ণধার ডালিয়া প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিল রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ও সিরাজআনোয়ারা ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসড়কের ৮০ শতাংশই কাঁচা, ১৩ গ্রামের মানুষের ভোগান্তি