ইপিজেড এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেডের আকমল আলী রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন জল দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বন্দরটিলা এলাকার বাসিন্দা। গতকাল সকালে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভাঙারির দোকানে বিক্রির উদ্দেশ্যে জং ধরা টিন কুড়াতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন জল দাসের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিল্পনগরে দেড় কোটি টাকার ক্যাবল চুরি, আটক ৫
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির চক্ষু শিবির