প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়

চার নারী-পুরুষ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে মুক্তিপণ আদায় করা হয়েছেএমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, সন্বীপ পৌরসভা মার্কেট এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে মো. সোহেল রানা, তার স্ত্রী মুন্নী আক্তার, খাগড়াছড়ি জেলার রামগড় থানার মো. আবুল কাশেমের ছেলে মো. সোয়াইব আবির ও তার ভাই মো. জোনাইদ।

গতকাল বন্দর থানার ওসি জাহেদুল কবির আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংঘবদ্ধ চক্রটি প্রেমের ফাঁদে ফেলে প্রথমে টার্গেট তরুণ বা তরুণীকে ডেকে নেয়। এরপর আটকে রেখে ও ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। এক পর্যায়ে ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণও আদায় করা হয়। তিনি জানান, অভিযানে মুক্তিপণ হিসেবে আদায়কৃত টাকার মধ্য থেকে ১১ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসকাল থেকে সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মবিরতি, বিকেলে প্রত্যাহার
পরবর্তী নিবন্ধইমার্জেন্সির সামনের রাস্তাজুড়ে নালার পানি