ইমার্জেন্সির সামনের রাস্তাজুড়ে নালার পানি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারের (ওসেক) সামনে রাস্তা জুড়ে নালার আবর্জনাযুক্ত পানিতে সয়লাব। ওসেক’র পিছনে থাকা নালাটিতে পানি চলাচল বাধাপ্রাপ্ত হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে পূর্ব গেইট হয়ে ইমার্জেন্সি কেয়ার এবং হাসপাতালে যাতায়াতকারী রোগী ও স্বজনদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবার রাতে বৃষ্টির ফলে নালাটির পানি চলাচলে সমস্যা দেখা দেয়। এ কারণেই বুধবার সকাল থেকে নালার পানি উপচে রাস্তায় যাচ্ছে। নালার পানি চলাচল স্বাভাবিককরণে কাজ চলছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। রাতের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়
পরবর্তী নিবন্ধভুল প্রতিপাদ্যে চবিতে আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন!