পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ঘোষণার ইঙ্গিত দেন বঙ্গবন্ধু

আজাদী ডেস্ক | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৪:২৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের পুরোটাই ব্যয় করেছেন বাঙালি জাতির মুক্তির লক্ষ্য বাস্তবায়নের জন্য। প্রায় দুই যুগ ধরে বিভিন্ন অধিকার আন্দোলনের মাধ্যমে তিনি ঘুমন্ত বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছেন এবং ক্রমেই আন্দোলনসংগ্রামের মাধ্যমে চূড়ান্তভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছেন। ২৬ মার্চ সরাসরি স্বাধীনতা ঘোষণার আগে, ২৩ মার্চ স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতিকে সর্বশেষ জাগরণী বার্তা দিয়েছেন তিনি। এদিন থেকেই মূলক পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলে স্বাধীন বাংলাদেশের লালসবুজ পতাকা ওড়াতে থাকে বাঙালি জাতি। ১৯৭১ সালের ২৩ মার্চ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর আগে, ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে চূড়ান্ত যুদ্ধের রণকৌশল ঘোষণা করেন তিনি। তারপর থেকে জাতির পিতার নির্দেশনা অনুসারে দেশজুড়ে যেমন একদিকে অসহযোগ আন্দোলন চলছিল, তেমনি অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটির মাধ্যমে চূড়ান্ত যুদ্ধের রণপ্রস্তুতিও নেওয়া হচ্ছিলো। ঠিক এরকম একটি অগ্নিগর্ভ সময়ে ঢাকায় আসে পাকিস্তানের জান্তাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান ও ১৯৭০ এর নির্বাচনে পরাজিত পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। তাদের উপস্থিতিতেই ২৩ মার্চ পাকিস্তান দিবসকে প্রতিরোধ দিবস ঘোষণা করেন বঙ্গবন্ধু।

২৩ মার্চ সকালে হাজার হাজার জনতার সামনে নিজ হাতে লালসবুজের পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধু। এরপর উপস্থিত জনতা সম্মিলিত কণ্ঠে গেয়ে ওঠে ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি। সামরিক কায়দায় জাতীয় পতাকাকে অভিবাদন জানায় স্বেচ্ছাসেবক বাহিনী। পতাকা উত্তোলন শেষে জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেন, ৭ কোটি মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। বিজয় আমাদের সুনিশ্চিত। ঐক্যবদ্ধ হও। প্রস্তুত হও। বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ্‌জয় বাংলা।’ ভাষণ শেষে বঙ্গবন্ধু নিজে স্লোগান ধরেন, ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। জাগো জাগো, বাঙালি জাগো।’ সকালে বঙ্গবন্ধুর হাত দিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলনের খবর ছড়িয়ে পড়ে শহরে। এরপর প্রতিটি ঘরে ঘরে মানুষ উত্তোলন করে মানুষ লালসবুজের মধ্যে বাংলাদেশের মানচিত্রখচিত জয় বাংলার পতাকা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধঅবকাঠামোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে
পরবর্তী নিবন্ধউপজেলা চেয়ারম্যান প্রার্থীর জামানত এমপি প্রার্থীর ৫ গুণ বেশি