নোয়াজিশপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক সভা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

এখন থেকে জন্ম-মৃত্যুর ৪৫দিনের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। এ বিষয়ে সর্বসাধরণকে জানান দিতে ইউনিয়ন পর্যায়ে সভা করছে প্রশাসন। গত ১৮ সেপ্টেম্বর শনিবার এ সংক্রান্ত অবহিতকরণ সভা হয়েছে রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নে। চেয়ারম্যান সরোয়ার্দি সিকদারের সভাপতিত্বে সভায় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই-জাহান। তিনি বলেন প্রতিটি ইউনিয়নে এই বার্তা পাঠানো হচ্ছে। জনপ্রতিনিধিগণ এই বার্তা প্রতিটি সমাজে পৌঁছে দেবেন। চেয়ারম্যান সরোয়ার্দি বলেন- তার ইউনিয়নে এ কার্যক্রম আগে থেকে চলমান আছে। তিনি স্থানীয় মেম্বারদের এ ব্যাপারে আরো সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগের সভাপতি মুসিলম উদ্দিন চৌধুরী,তাজ উদ্দিন খান সোলাইমান, আলী মেহেদী রাজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআধুনিক লাইফ স্টাইলের সব সুবিধা নিয়ে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করছে এপিক প্রপার্টিজ
পরবর্তী নিবন্ধসৈয়দ মাখদুম আশরাফ ও খায়রুল বশর হক্কানী (রা:) ছিলেন সুন্নীয়তের বাতিঘর