যুক্তরাজ্যে হঠাৎ ‘আগাম’ নির্বাচনের ঘোষণা

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে হঠাৎ ‘আগাম নির্বাচন’ আয়োজনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিবিসি ও দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, বুধবার বিকাল ৫টায় ঋষি সুনাক ঘোষণা দেন, আগামী ৪ জুলাই হবে এ নির্বাচন। এর আগে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সদস্যদের ডাকা হয়। সেখানে আগাম নির্বাচন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী সুনাক। খবর বিডিনিউজের। প্রধানমন্ত্রীর আগাম নির্বাচন পরিকল্পনা নিয়ে মঙ্গলবার থেকেই ওয়েস্টমিন্সটারে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে আলবেনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাফস প্রধানমন্ত্রীর ডাক পাওয়ায় তার পূর্বনির্ধারিত বিদেশ সফর পিছিয়ে দেন।

হাউস অব কমনসে বুধবার দুপুরে এসপিএন নেতা স্টিফেন ফ্লিন প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, নির্বাচন আয়োজন নিয়ে তার চিন্তা কী, তিনি ভয় পাচ্ছেন কিনা। জবাবে সুনাক বলেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধেই নির্বাচন হবে।

পূর্ববর্তী নিবন্ধপাখির একটি পালকের দামই ৩৩ লাখের বেশি!
পরবর্তী নিবন্ধসাত বছর পলাতক থাকার পর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার