সাত বছর পলাতক থাকার পর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকা থেকে মো. আব্দুল মালেক নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। গতকাল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্তী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে ১৫ গ্রাম মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রাখার অপরাধে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাজার আদেশ প্রাপ্ত হয়ে দীর্ঘ ৭ বছর তিনি পলাতক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে হঠাৎ ‘আগাম’ নির্বাচনের ঘোষণা
পরবর্তী নিবন্ধআশ্রয় নিতে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়লো বিজিপি সদস্য