সৈয়দ মাখদুম আশরাফ ও খায়রুল বশর হক্কানী (রা:) ছিলেন সুন্নীয়তের বাতিঘর

জীবনী আলোচনায় বক্তারা

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

আহলে সুন্নত ওয়াল জাম’আত মহানগরের উদ্যোগ গত শনিবার নগরীর একটি অডিটোরিয়ামে সৈয়দ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির ওফাত বার্ষিকী ও খাইরুশ বশর হক্কানি স্মরণে এক আলোচনা সভা নগর আহলে সুন্নাতের সভাপতি শাহ নুর মোহাম্মদ আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ দস্তগীর আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামেউল আকতার আশরাফী। সভায় বক্তারা বলেন, এই উপমহাদেশে যে কয়জন মহান আল্লাহর ওলি ইসলামের প্রচার প্রসার করেছেন তার মধ্যে মখদুম আশরাফ সিমনানী (রা) অন্যতম একজন। ঠিক একইভাবে আল্লামা খায়রুল বশর হক্কানী ইসলামী শিক্ষা প্রচার প্রসারে অসাধারণ ভূমিকা রেখেছেন। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ বদিউল আলম রেজভী, সৈয়দ আব্দুল মান্নান,অধ্যক্ষ রিদওয়ানুল হক হক্কানী, নুরুন্নবী আলকাদেরী, ইউনুছ তৈয়বী,কাজী হানিফ, হাফেজ ইদ্রিস আলকাদেরী, শফিউল হক আশরাফী, আব্দুন্নবী আলকাদেরী, মাষ্টার আবুল হোসেন, তারেকুল ইসলাম, সোহেল আনসারী, জসিম উদ্দিম মাহমুদ, ফজল আহমদ, নুরুল আলম, সৈয়দুল আলম, খ ম নজরুল শ্চদা, জামাল পাশা, নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোয়াজিশপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধমহান শিক্ষা দিবসে কমার্স কলেজ ছাত্রলীগের র‌্যালি