ধলঘাট হারগাজি খালের ভাঙন থেকে উত্তর সমুরা গ্রামকে রক্ষা করুন

| রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ধলঘাট ইউনিয়নে উত্তর সমুরা একটি ঐতিহ্যবাহী গ্রাম। হারগাজী খালের ভাঙ্গনের কারণে এই গ্রামের যোগাযোগের প্রধান সড়কটি বিলুপ্তির পথে। খালের ভাঙন ও গ্রামের দুরবস্থা নিয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হলে ২০১২ সালে চট্টগ্রাম১২, পটিয়া আসনের এমপি মহোদয় সরোজমিনে খালের ভাঙন পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের তৎকালীন নির্বাহী প্রকৌশলীকে খালের ভাঙন পরিদর্শনপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে পটিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে প্রায় হাজার কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও অজ্ঞাত কারণে ধলঘাট হারগাজি খালের ভাঙন রোধে এখনো কোনপ্রকার ব্যবস্থা গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড।

এমতাবস্থায় হারগাজি খালের ভাঙন থেকে উত্তর সমুরা গ্রামকে রক্ষা করার জন্য মাননীয় এমপি মহোদয়, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডসহ যথাযত কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. আমিনুল ইসলাম জুয়েল

উত্তর সমুরা, ধলঘাট,

পটিয়া , চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধস্যার এডউইন আর্নল্ড : কবি ও সাংবাদিক
পরবর্তী নিবন্ধশিশু-বিশ্বের অনন্য আয়োজন