মশার উৎপাতে বিপর্যস্ত জনজীবন

| সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১১:৪১ পূর্বাহ্ণ

মশার দাপট ক্রমশ বেড়েই চলছে। ঘরে বাইরে সর্বত্র মশার উপদ্রব। নিচ তলাতে যেমন মশা পাঁচ তলাতেও মশার সমান বিচরণ। ঘরে বসে কোনো কাজ করা অথবা বাইরে দুদণ্ড কথা বলার সুযোগ নেই। মশা যেন নাকে মুখে ঢুকে পড়ছে। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। সন্ধ্যার পর মশা ঝাঁকে ঝাঁকে উড়তে থাকে, দিনের আলোতেও মশা কামড় দিচ্ছে। কয়েল জ্বালিয়ে মশা দমন করা যাচ্ছে না।

সরকার, সিটি করপোরেশন বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে কিন্তু মশা মারার কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। মশার অত্যাচারের বর্ণনা পত্রিকায় লেখালেখি পাঠকদের আবেদন নিবেদন সবই যেন অরণ্য রোদনে পরিণত হচ্ছে। বলতে গেলে সারা বছরই মশার উৎপাত থাকে। একেক সময় একেক মশার কামড়ে ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু চিকনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। তাই মশক নিধন কার্যক্রমে অবহেলা না করে মশার বংশ বিস্তারের স্থানে ওষুধ ছিটিয়ে জনগণকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।

সুকান্ত দেবনাথ

নাসিরাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদ যুদ্ধ : বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মাইলফলক
পরবর্তী নিবন্ধনিরাপদ সড়ক যেন অমাবস্যার চাঁদ