কিশোর গ্যাং নির্মূলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

শাহ আমানত সেতু সংযোগ সড়কের ৫নং ব্রিজের পাশে, কল্পলোক আবাসিক, তক্তারপুল, আবু জাফর রোড, ময়দার মিলের মোড়, এছাকের পুলসহ নগরীর রাস্তার মোড়ে মোড়ে অলিগলিতে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। মাঝে কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। পুলিশ ও কিশোর গ্যাং লিডারসহ তাদের সহযোগিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছিল। সাধারণ অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। এখন আবার তাঁরা মাথাছাড়া দিয়ে উঠেছে। কিশোররা এমন লোমহর্ষক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে যা এক কথায় অকল্পনীয়। বিভিন্ন রাজনৈতিক দলের কথিত বড় ভাইদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ও এলাকা ভিত্তিক গড়ে উঠেছে ছোট বড় শতাধিক কিশোর গ্রুপ। এসব গ্রুপের বেশিরভাগ সদস্যদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। কথিত বড় ভাইদের প্রশ্রয়েই বিপথগামী হচ্ছে এসব কিশোর উঠতি যুবকেরা। হঠাৎ করে কেন এসব উঠতি বয়সী কিশোররা অপরাধ জগতে পা বাড়াচ্ছে তা চিন্তার বিষয়। নগরবাসীদের কাছে কিশোর গ্যাং এখন মূর্তিমান আতংকের নাম। তাই অতিসত্বর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব কিশোর গ্যাং নামক দানবদের কঠোর হস্তে দমন করুন।

মনজু মিয়া

তক্তারপুল, আবদুল করিম সড়ক

মিয়াখান নগর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরাজশেখর বসু : অপরিমেয় প্রতিভার আধার
পরবর্তী নিবন্ধগোধূলি নেমেছে দু চোখে