সরকার কর্তৃক প্রদত্ত বীর নিবাসের যথাযথ বাস্তবায়ন চাই

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

পটিয়া থানাধীন উত্তর সমুরা গ্রামের মোজাম্মেল হক একজন বীর মুক্তিযোদ্ধা। যাঁর বেসামরিক গেজেট নং: ২৮৪৩, ভারতীয় তালিকা (সেক্টর) ৭৭ ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বীর মুক্তিযোদ্ধদের সমন্বিত তালিকার পরিচিতি নম্বর: ০১১৫০০০৮২১৬। তিনি গত ০৭ মে ২০১৯ তারিখে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করেন এবং পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ০৪ সন্তান রেখে যান। বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের মৃত্যুর পর থেকে অদ্যবধি সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সম্মানি ভাতাও পেয়ে আসছে পরিবারটি। পরিতাপের বিষয়, গণপ্রজাতস্ত্রী বাংলাদেশ সরকারের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম দফায় পটিয়ার ৪২ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধদের ‘বীর নিবাস’ এর বরাদ্দ দেওয়া হলেও মৃত মোজাম্মেল হকের পরিবারের নিকট বরাদ্দ এখনো পৌঁছায়নি। বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাম্মেল হকের স্ত্রী নুর নাহার বেগম জানান ২০২২ সালের শেষের দিকে “বীর নিবাস” উপহার দিবে জানিয়ে পটিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উনার গৃহটি ভেঙে ফেলার নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী বসবাসের গৃহটি ভেঙে ফেলার দরুণ এখন মানবেতর জীবনযাপন করছেন পরিবারটি। ‘বীর নিবাস’ এর জন্য পটিয়া উপজেলা প্রশাসনের নিকট ধর্ণা দিতে থাকলেও অদ্যবধি কোন প্রকার ব্যবস্থা করা হয়নি। এমতাবস্থায়, ‘বীর নিবাস’টির ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো: আমিনুল ইসলাম জুয়েল

উত্তর সমুরা, ধলঘাট, পটিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুবীর নন্দী : সংগীতশিল্পী
পরবর্তী নিবন্ধসুন্দর ব্যবহার