শিশু-বিশ্বের অনন্য আয়োজন

গৌতম কানুনগো | রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

শিশুবিশ্ব’ আনন্দ উজ্জ্বল শৈশব গড়ার অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ। গত ১৭মার্চ জামালখান মোমিন রোডস্থ ইকুইটি অন্তরায় শিশুবিশ্বের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন শিশুবিশ্ব এর প্রতিষ্ঠাতা সভাপতি শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা: প্রণব কুমার চৌধুরী। তিনি বলেন, শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেছে শিশুবিশ্ব। আমরা সকলে শিশুদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা ও সুরক্ষা দেয়ার চেষ্টা করবো। অনুষ্ঠানের সভাপতি শিশুবিশ্বের পরিচালক (শিক্ষা) বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল হক বলেন, বঙ্গবন্ধু ছিলেন শিশু বান্ধব। শিশুবিশ্বের কার্যক্রমকে আমরা সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করবো। বঙ্গবন্ধুকে নিয়ে চমৎকার গান ও কবিতা আবৃত্তি করে উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা; তাদের পরিবেশনা ছিল অসাধারণ। উপস্থিত দর্শকরা তুমুল হাততালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। এরপর শিশুবিশ্বের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: প্রণব কুমার চৌধুরী, তাঁকে সহায়তা করেন ডা: সাইফুল ইসলাম বাদল, ডা: সৌরভ রায় চৌধুরী, ডা: সৌরভ দেব বাপ্পী, ডা: বিবেক দেব এবং ডা: শ্রাবণী দাশ গুপ্ত। কবিতা ও কথামালায় অংশ নেন কবি ও শিশুসাহিত্যিক ইসমাইল জসীম, জসিম উদ্দিন খান, লিপি বড়ুয়া, শর্মিষ্ঠা চৌধুরী, রুনা তাসমিনা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশুবিশ্বের পরিচালক (সংস্কৃতি) বাচিকশিল্পী আয়েশা হক শিমু। শিশুবিশ্বের পথচলা আগামীতে আরো সুন্দর হউক। জয় হোক শিশুবিশ্বের।

পূর্ববর্তী নিবন্ধধলঘাট হারগাজি খালের ভাঙন থেকে উত্তর সমুরা গ্রামকে রক্ষা করুন
পরবর্তী নিবন্ধস্বাধীনতার মান