স্বাধীনতার মান

মারজিয়া খানম সিদ্দিকা | রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

উত্তাপের পেয়ালা ভরে উপছে পড়ছে সুখ,

সে সময়েই তন্দ্রা হারায় উপস্থিত দুর্ভোগ।

হেসে খেলে নদীর জলে চলছিল পানসিটি

কেউ বা যেন বাধা দিল এভাবে না চলতি।

স্বাধীনতায় বাধা কেন জল জঙ্গল আমার!

তুমি কে বা এসেছ আজ চলায় বাধা দেবার?

মানব না সব ছলচাতুরী বুঝি ভালো মন্দ,

অন্যের কথায় উঠে বসে হারাবো না জীবনছন্দ।

স্বাধীনতার হাতছানিতে করি মরণ পণ,

আমরা হবো স্বাধীন দেশের স্বাধীন মানুষ জন।

মুক্ত ডানা ঝাপটে চলি করি না পরোয়া শত্রুর,

স্বাধীনতা ছিনিয়ে এনেছি যুদ্ধ করেছি

গলা জড়িয়ে বন্ধুর।

তর্জনী উঁচিয়ে বঙ্গবন্ধু দিয়েছেন জাতির সম্মান,

স্ব গৌরবে স্বাধীনতায় রাখবো দেশের মান।

পূর্ববর্তী নিবন্ধশিশু-বিশ্বের অনন্য আয়োজন
পরবর্তী নিবন্ধকর্মজীবী নারীর প্রতি সহমর্মী হোন