বই পড়ানোর অনন্য উদ্যোগ

| বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বই মানুষকে মহান করে। জ্ঞান আহরণ করতে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। বই হচ্ছে পরম বন্ধু। বইয়ের তুলনা অন্য কোন কিছুর সাথে হতে পারে না। বই পড়ার প্রতি আগের মানুষের ঝোঁক এখন তেমন দেখা যায় না। এরপরও বই পড়া নিয়ে কিছু প্রচেষ্টা আমাদের আশাবাদী করে তোলে। সম্প্রতি ঢাকার একটি জাতীয় দৈনিক এ প্রকাশিত সংবাদে জানা যায় পাবনার বেড়া উপজেলার “শিক্ষার্থী সহযোগিতা সংগঠন” নামের একটি সংগঠনের ব্যানারে স্কুল শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে কিছু তরুণ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন। তারা সেখানে ভ্রাম্যমাণ লাইব্রেরী গড়ে তুলেছেন। যা বেশ প্রশংসা কুড়িয়েছে। ব্যতিক্রম এই ভ্রাম্যমাণ পাঠাগার ইতিমধ্যেই সাড়া ফেলেছে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদের মুঠোফোনের গেমসের আসক্তি দূর করতে এবং বই পড়ায় আগ্রহী করে তুলতে এক উদ্যমী তরুণতরুণীর এমন প্রয়াস। মূল উদ্যোক্তাদের বেশির ভাগই স্থানীয় স্কুলকলেজে পড়ালেখা শেষ করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। অনুজ শিক্ষার্থীদের মানসগঠন ও জ্ঞানচর্চার প্রতি চিন্তিত হয়ে এমন সুন্দর উদ্যোগ নেন। আমরা বেড়ার এই তরুণদের সাধুবাদ জানাই। এ উদ্যোগ হয়ে উঠুক দেশের অন্যান্য এলাকায়ও।

এম. . গফুর, বলুয়ার দীঘির দক্ষিণপশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধযামিনী রায় : আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধআবহমান বাংলার পরিপূর্ণ রূপ