স্যার এডউইন আর্নল্ড : কবি ও সাংবাদিক

| রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

স্যার এডউইন আর্নল্ড(১৮৩২১৯০৪)। কবি এবং সাংবাদিক, যিনি তাঁর রচনা দ্য লাইট অফ এশিয়ার জন্য সর্বাধিক পরিচিত। তিনি ১৮৩২ খ্রিষ্টাব্দের ১০ই জুন কেন্ট, ইংল্যান্ড জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি কলেজ, অক্সফোর্ড, থেকে তিনি ডিগ্রি অর্জন করে বার্মিংহামের কিং এডওয়ার্ডস স্কুলে শিক্ষকতা করেন। এবং ১৮৫৬ খ্রিষ্টাব্দে ভারতে পুনার ডেকান কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮৬১ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডে ফিরে গিয়ে তিনি দ্য ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক হিসাবে কাজ শুরু করেন। দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি পরে প্রধান সম্পাদক হন। কবি হিসেবে তিনি তাঁর সমসাময়িকদের কাছে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দ্য লাইট অফ এশিয়া’, যা হিন্দির সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এতে, আর্নল্ডের নিজের ভাষায়, তিনি একজন কাল্পনিক বৌদ্ধ ভোটারের মাধ্যমে জীবন ও চরিত্র চিত্রিত করার এবং সেই মহৎ বীর ও সংস্কারক, ভারতের যুবরাজ গৌতম, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা‘-এর দর্শন নির্দেশ করার চেষ্টা করেছিলেন। আর্নল্ডের অন্যান্য প্রধান কাব্যগ্রন্থ হল ইন্ডিয়ান সং অফ সং (১৮৭৫), পার্লস অফ দ্য ফেইথ (১৮৮৩), দ্য সং সেলেস্টিয়াল (১৮৮৫), উইথ সাদি ইন দ্য গার্ডেন (১৮৮৮), পোটিফারের স্ত্রী (১৮৯২), অ্যাডজুমা, বা দ্য জাপানিজ ওয়াইফ (১৮৯৩), এবং ‘ইন্ডিয়ান পোয়েট্রি’ (১৯০৪)। ‘দ্য সং সেলেস্টিয়াল’এ স্যার এডউইন পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতার একটি সুপরিচিত কাব্যিক রেন্ডারিং তৈরি করেছিলেন। আর্নল্ড একজন নিরামিষাশী ছিলেন। তিনি ওয়েস্ট লন্ডন ফুড রিফর্ম সোসাইটির সহসভাপতি ছিলেন, বেসওয়াটার ভিত্তিক একটি নিরামিষ গোষ্ঠী, যা ১৮৯১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন জোসিয়া ওল্ডফিল্ড এবং সেক্রেটারি ছিলেন মহাত্মা গান্ধী। সোসাইটি স্বল্পস্থায়ী ছিল এবং গান্ধী বেসওয়াটার ছেড়ে যাওয়ার সাথে সাথেই বিলুপ্ত হয়ে যায়। ১৯০৪ খ্রিষ্টাব্দের ২৪শে মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধধলঘাট হারগাজি খালের ভাঙন থেকে উত্তর সমুরা গ্রামকে রক্ষা করুন