ফুটবল বিশ্বকাপের স্পন্সর সৌদি তেল কোম্পানি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে ফিফা। চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে ২০২৬ পুরুষ ফুটবল বিশ্বকাপ ও পরের বছর মেয়েদের ফুটবল বিশ্বকাপে স্পন্সর করবে আরামকো। ফিফার সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি আরবের প্রভাব আরও বেড়ে গেল। আন্তর্জাতিক খ্যাতি উন্নত করার জন্য সৌদি আরব ক্রীড়াঙ্গনে বড় বড় ইভেন্টগুলোতে বিনিয়োগ করছে, এমনটাই অভিযোগ সমালোচকদের। যে প্রক্রিয়াকে স্পোর্টসওয়াশিংহিসেবে চিহ্নিত করা হচ্ছে। ফিফা ছাড়াও ফর্মুলা ওয়ান ও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি আছে আরামকোর। বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন বিশ্বমানের ইভেন্টে বেশ সফলতার সঙ্গেই সহযোগিতা করে আসছে আরামকো। একইসঙ্গে তৃণমূল ক্ষেত্রে খেলাধুলার বিকাশ নিয়েও কাজ করছে তারা।

পূর্ববর্তী নিবন্ধইমনের সুরে উচ্চাঙ্গ সংগীত সম্মেলনের ২য় দিন
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল ক্রিকেটে নাসিরাবাদ সরকারি স্কুল জয়ী