ব্যাটিং নিয়ে সন্তুষ্টি, বোলিং নিয়ে আক্ষেপ শান্ত’র

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

টানা তিন জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই টিটোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিকান্দার রাজার দলকে ৯ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে খেলা শেষে ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হলেও, বোলিংয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র কণ্ঠে। সিরিজ জয়ের পর সাক্ষাৎকারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাই যেভাবে পারফর্ম করেছে তাতে খুশি। তারা সবাই নিজেদের প্রমাণ করেছে, বিশেষ করে হৃদয় এবং জাকের আলি।’ বোলিংয়ে শেষদিকে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলেও আক্ষেপ করেছেন শান্ত, ‘আমাদের প্রয়োজন ছিল পরিকল্পনা বাস্তবায়ন করার, তবে শেষ ৫ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে। পরের ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলা ১০ ও ১১ মে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে ষষ্ঠ জয় পাইরেটসের