জাতীয় স্কুল ক্রিকেটে নাসিরাবাদ সরকারি স্কুল জয়ী

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম অঞ্চলের খেলায় জয় পেয়েছে নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়। গতকাল বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় তিন উইকেটে সিএমপি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। সকালে টসে জিতে ব্যাট করতে নামে সিএমপি স্কুল এন্ড কলেজ। ৩৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে সিএমপি স্কুল এন্ড কলেজ। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান আসে অতিরিক্ত থেকে। এছাড়া দলের ব্যাটসম্যানদের মধ্যে আফ্রিদি ১৫, সরফরাজ ১৩ এবং হামিম করে ১৫ রান। নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে ১৬ রানে ৩টি উইকেট নিয়েছে নাহিয়ান। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে শহীদ এবং মাহির। জবাবে ব্যাট করতে নামা নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় ২৪.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে শাহরিয়ার। একই পরিমাণ রান আসে অতিরিক্ত থেকে। এছাড়া তাফসিদুল অপরাজিত থাকে ২১ রান করে। ১০ করে আবিদ। সিএমপি স্কুল এন্ড কলেজের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে আদনান এবং আফ্রিদি। একটি করে উইকেট নিয়েছে ফখরুল এবং আজমাইন।

পূর্ববর্তী নিবন্ধফুটবল বিশ্বকাপের স্পন্সর সৌদি তেল কোম্পানি
পরবর্তী নিবন্ধ২০১৬ থেকে চেন্নাইয়ে খেলার স্বপ্ন দেখতেন মোস্তাফিজ