নতুন কাস্টমস আইন সচেতনতামূলক কর্মশালা

| বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও কাস্টম, এঙাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের যৌথ আয়োজনে নতুন কাস্টমস আইন ২০২৩ এর পরিচিতি শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। কাস্টম, এঙাইজ ও ভ্যাট কমিশনারেট’র কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানের সভাপতিত্বে আইনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্মকমিশনার কামরুল হাসান। উপস্থিত ছিলেন চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আকতার হোসেন, অঞ্জন শেখর দাশ ও মাহফুজুল হক শাহ, রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ। অন্যান্যের মধ্যে মোহাম্মদ ইউসুফ, . আবদুল হাই, আশরাফুল হক খান স্বপন, সালামত আলী, সালেহ আহমেদ সুলেমান ও মীর আলী মাহবুব হোসেন বক্তব্য রাখেন। কর্মশালায় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান, উপকমিশনার রোখসানা খাতুন, চেম্বার পরিচালকবৃন্দ মাহবুবুল হক মিয়া ও ওমর মুক্তাদির উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট দেশ বিনির্মাণে ব্যবসাবাণিজ্যসহ সবক্ষেত্রে আধুনিকায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সরকার আমদানিরপ্তানি, ব্যবসার সুযোগসুবিধা বৃদ্ধি, নতুন নতুন শিল্পায়ন ও রাজস্ব আহরণ পদ্ধতি যুগোপযোগী এবং বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে কাস্টমস আইন ২০২৩ প্রণয়ন করে। আইনটি কার্যকর করার পূর্বে ব্যবসায়ীদের মতামত গ্রহণ ও অবহিত করার জন্য এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন নতুন এই আইনটির অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যবসায়ীদের কস্ট অব ডুয়িং বিজনেস কমানো এবং আর্থিক শৃঙ্খলা ও রাজস্ব আদায়ে গতিশীলতা আনা। তিনি আইনের মাধ্যমে সরকারেকে রাজস্ব প্রদানকারী ব্যবসায়ীরা যাতে কোন ধরণের ক্ষতিগ্রস্ত ও হেনস্তা শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধমমতার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধ৩৮নং ওয়ার্ড আ. লীগের সভা ও দোয়া মাহফিল