মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু কারাগারে

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ মে, ২০২৪ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ এলাকায় তিন ভাইবোন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি হলেন বালুচরা এলাকার আব্দুল খালেকের ছেলে আবুল কাশেম প্রকাশ জামাই কাশেম। গতকাল মঙ্গলবার ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয় বলে আজাদীকে জানিয়েছেন কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

আদালতসূত্র জানায়, গত ১৭ এপ্রিল তিন ভাই বোন হত্যা মামলায় আবুল কাশেম প্রকাশ জামাই কাশেমসহ দুজনকে মৃত্যুদণ্ড দেন আদালত। তখন তারা কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

সূত্র জানায়, ২০০৪ সালের ২৯ জুন বায়েজিদের বালুচরা এলাকায় নিজ বাড়িতে সাইফুল, আলমগীর ও তাদের বোন মনোয়ারা গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আবুল কাশেম প্রকাশ জামাই কাশেমসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়।

পূর্ববর্তী নিবন্ধ৬০০ ‘সোনার কয়েন’ কেনার পর যা হলো
পরবর্তী নিবন্ধআবারো বিচারকশূন্য বিভাগীয় বিশেষ জজ আদালত