গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরি করছে যুক্তরাষ্ট্র

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে স্থলপথে গাজার মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সাহায্য পাঠানো অত্যন্ত কঠিন। সাহায্য পাঠাতে মার্কিন সেনাবাহিনী গাজা উপকূলের কাছে অস্থায়ী সমুদ্রবন্দর তৈরির কাজ শুরু করেছে। আগামী মে মাসেই সেটি প্রস্তুত হয়ে যাওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মার্চে বন্দর তৈরির ঘোষণা দিয়েছিলেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এ উদ্যোগের আওতায় গাজার মাটিতে কোনো মার্কিন সেনা পা রাখবে না। খবর বাংলানিউজের।

মার্কিন সেনাবাহিনীর তৈরি অস্থায়ী বন্দর গাজার প্রায় ২৩ লাখ মানুষের জন্য বাস্তবে কত পরিমাণ ত্রাণ পাঠাতে সাহায্য করবে এবং সেই ত্রাণ স্থলপথে কীভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

বিশেষ করে গাজার উত্তরে দুর্ভিক্ষের আশঙ্কা বেড়ে চলায় জরুরি সহায়তার প্রয়োজনের কথা বলছে একাধিক আন্তর্জাতিক সংগঠন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, অস্থায়ী বন্দরে পাঠানো মানবিক সাহায্য ইসরায়েলি চেকপোস্টের অনুমোদনের পর গাজার অভ্যন্তরে পাঠানো যাবে।

পূর্ববর্তী নিবন্ধকলম্বিয়ায় পাওয়া গেছে বিশালাকার কাছিমের জীবাশ্ম
পরবর্তী নিবন্ধগাজায় নিহত মায়ের পেট থেকে উদ্ধার শিশুটি মারা গেছে