টানা ২৭ দিন দাবদাহ, ৭৬ বছরের মধ্যে রেকর্ড

মৌসুমের উষ্ণতম দিন পার

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৮:৩৬ পূর্বাহ্ণ

দেশজুড়ে টানা তাপপ্রবাহের মধ্যে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় পারদ চড়েছে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমের সর্বোচ্চ। গতকাল সন্ধ্যার বুলেটিনে দেশের ৫৫ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতে পারে ৪/৫ মে পর্যন্ত। খবর বিডিনিউজের।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, ১৯৪৮ সাল থেকে আবহাওয়া অধিদপ্তরের ডেটা সংরক্ষণ রাখা আছে। চলতি মৌসুমের আগের ৭৫ বছরের মধ্যে টানা সর্বোচ্চ ২৩ দিন তাপপ্রবাহ বয়ে চলে ২০২৩ সালে। ওই বছরের এপ্রিলের শেষ ১৮ দিন ও মে মাসের শুরুর ৫ দিন দাবদাহ ছিল দেশে। এবার বৃষ্টিপাতের প্রবণতা না থাকায় চৈত্র মাসের শেষ সময় থেকে তাপমাত্রা বাড়তে থাকে। চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয় এবং ধীরে ধীরে মাত্রা বাড়তে থাকে। এখন পর্যন্ত টানা ২৭ দিনের তাপপ্রবাহ যা গত ৭৬ বছরের মধ্যে সবচেয়ে লম্বা সময়। ত আবহাওয়াবিদ শাহীনুল বলেন, ‘৩১ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত কিছু কিছু অঞ্চলে তাপপ্রবাহ ছিল, তাপমাত্রার পরিমাণও (তুলনামূলক) ছিল কম। ১১ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ মৃদু থেকে বেড়ে মাঝারি রূপ নেয় এবং যোগ হয়েছে কিছু অঞ্চল। ১৬ তারিখ থেকে তীব্রতা বেড়ে ৪০৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠেছে। সেই সঙ্গে ব্যাপক অঞ্চলে তা বিস্তৃতি লাভ করে এবং তাপমাত্রার পরিমাণ তীব্র থেকে অতি তীব্র হয়।’ এর মধ্যে ২০ এপ্রিল যশোরে তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার চুয়াডাঙ্গায় তা ছাড়িয়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই
পরবর্তী নিবন্ধবাংলাদেশে চিকিৎসা সেবায় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর