থাইল্যান্ডে বৈধ হতে চলেছে সমলিঙ্গে বিয়ে

| বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সমলিঙ্গে বিয়েতে আইনগত বৈধতা দেওয়ার প্রস্তাব রেখে উত্থাপিত একটি বিল গতকাল বুধবার থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। যেটিকে ঐতিহাসিক পদক্ষেপ বলছেন এর সমর্থকরা। এর মধ্য দিয়ে দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গে বিয়ে বৈধ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল থাইল্যান্ড। খবর বিডিনিউজের।

যদিও বিলটি আইনে পরিণত হতে এখনও উচ্চকক্ষ সেনেটে অনুমোদন এবং তারপর সেটিতে রাজকীয় অনুমোদনের প্রয়োজন পড়বে। তবে প্রত্যাশা করা হচ্ছে, এ বছরের শেষ নাগাদ প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে আইনটি পাস হয়ে যাবে।বিবিসি জানায়, গতকাল থাইল্যান্ডের প্রতিনিধি পরিষদে ৪১৫ জন আইনপ্রণেতা উপস্থিতি ছিলেন এবং বিলটির পক্ষে ৪০০ ভোট পড়ে। ওই বিলে বিবাহকে একজন নারী ও একজন পুরুষের মধ্যে বন্ধনের পরিবর্তে দুজন মানুষের মধ্যে বন্ধন বলে বর্ণনা করা হয়। বিলে বলা হয়, নারী ও পুরুষের মতো এলজিবিটিকিউ প্লাস জুটিদের বিবাহ সংক্রান্ত কর রেয়াতে সমান অধিকার, তারা সম্পত্তির উত্তরাধিকারী হতে এবং অক্ষম অংশীদারদের জন্য চিকিৎসার সম্মতি দিতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধবাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধস
পরবর্তী নিবন্ধত্রাণ নিতে গিয়ে সমুদ্রে প্রাণ দিল ১২ ফিলিস্তিনি