টপসয়েল কেটে দিয়েছিলেন জরিমানা, এবার খালের বাঁধ কেটে গেলেন জেলে

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ধুরুং খালের বাঁধ সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সৈয়দ মো. মনজুর আলম নামে একজনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরপুরের ধুরুং খাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে গত ১ এপ্রিল ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী পরিচালিত মোবাইল কোর্টে অভিযুক্ত হয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সর্বশেষ বৃহস্পতিবার পরিচালিত মোবাইল কোর্টে ওই ব্যক্তির অপরাধ উদঘাটিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে আসামিকে কারা পরোয়ানামূলে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন বলেন, অভিযানে আটক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশ্বাস নিতেই নাকফুলের স্ক্রু গেল ফুসফুসে, বিরল অস্ত্রোপচার
পরবর্তী নিবন্ধজলদীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল বসতঘর