আলোচনায় সম্পর্কের অবনতি প্রশ্নে ব্লিঙ্কেনকে সতর্ক করেছে চীন

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:৩০ পূর্বাহ্ণ

চীন শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ক্রমবর্ধমান মতবিরোধের সমাধান করার জন্য বা ক্ষমতাধর এই দুই দেশের মধ্যে ‘সম্পর্কের অবনতি’ ঠেকানোর ঝুঁকি নেওয়ার আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ে আলোচনা শুরু করার সময় তিনি এই আহ্বান জানান। খবর এএফপি’র। খবর বাসসের।

ব্রিঙ্কেন সম্পর্কের অগ্রগতির আশা প্রকাশ করে বলেন, তিনি সরাসরি মতপার্থক্যের বিষয়গুলো উত্থাপন করবেন। এসবের মধ্যে রাশিয়া, তাইওয়ান এবং বাণিজ্য অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এক বছরেরও কম সময়ের মধ্যে প্রতিদ্বন্দ্বী এই দেশে তার এটি দ্বিতীয় সফর।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, নভেম্বরে এক শীর্ষ সম্মেলনে নেতা জো বাইডেন এবং শি জিনপিংয়ের সাক্ষাতের পর বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দুই দেশের মধ্যে সম্পর্ক ‘স্থিতিশীল হতে শুরু করে’। তিনি চীনের রাজধানীর প্রাচীন উদ্যানের দিয়াওইউতাইয়ে রাষ্ট্রীয় গেস্টহাউসে ব্লিঙ্কেনকে অভ্যর্থনা জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ড শুরু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধভারী বর্ষণে তানজানিয়ায় ১৫৫ জনের প্রাণহানি