ত্রাণ নিতে গিয়ে সমুদ্রে প্রাণ দিল ১২ ফিলিস্তিনি

| বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে উত্তর গাজার বেইত লাহিয়ায় সমুদ্র ডুবে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সিএনএন জানায়, তাদের হাতে আসা একাধিক ভিডিওতে ফুটেজে দেখা যায়, বেইত লাহিয়ায় সমুদ্র সৈকতে লোকজন ত্রাণের জন্য হুড়োহুড়ি করছে। এই সময় কয়েকজনকে পানি থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রুষা (সিপিআর) দিচ্ছে। খবর বাংলানিউজের।

আবু মুহাম্মদ নামে এক প্রত্যক্ষদর্শী জানায়, সেদিন সব ত্রাণ সমুদ্রে পড়েছে, সেখানে প্রবল স্রোত ছিল, সাঁতার না জানা কিছু লোক সেই ত্রাণ আনতে গেলে পানিতে ডুবে যায়। তিনি বলেন, মানুষ ক্ষুধার্ত। তারা খেতে চায়। কম বয়সীরা দৌড়ে যেতে পারে, আমরা তো পারি না, আমি কিছুই পাইনি। আমরা অবিলম্বে এই অসম্মানজনক ত্রাণ বিতরণ পদ্ধতি বাতিল করে ত্রাণ প্রবেশে স্থল সীমান্ত খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডে বৈধ হতে চলেছে সমলিঙ্গে বিয়ে
পরবর্তী নিবন্ধনেই কোনো আশার আলো