চবি শিক্ষককে সাবেক শিক্ষার্থীর হুমকি, মূল ফটক অবরোধ

পরে পায়ে ধরে ক্ষমা চাইলেন অভিযুক্ত

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এ এইচ এম রায়হান সরকারকে গুলি করে মারার হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করেছেন হলটির শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত সাবেক শিক্ষার্থী শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চাইলে প্রায় ঘন্টাখানেক পর প্রধান ফটল খুলে দেয়া হয়।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেয় শিক্ষার্থীরা। এর আগে রাত আটটার দিকে সূর্যসেন হল এলাকায় হেনস্তার শিকার হন হল প্রভোস্ট প্রফেসর ড. এ এইচ এম রায়হান সরকার। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম সুরজিৎ বড়ুয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪১৫ শিক্ষাবর্ষের ছাত্র।

এদিকে এ ঘটনার পর সূর্যসেন হলের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে মূল ফটক আটকে দেন। অন্য একদল শিক্ষার্থী অভিযুক্তের পিছু নিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইট এলাকা থেকে ধরে জিরো পয়েন্ট পুলিশবঙে নিয়ে আসেন। এরপর হলের শিক্ষার্থীদের দাবিতে অভিযুক্ত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সামনে হল প্রভোস্ট প্রফেসর ড. এ এইচ এম রায়হান সরকারের পায়ে ধরে ক্ষমা চাইলে প্রভোস্ট তাকে ক্ষমা করে দেন। পরে রাত সোয়া নয়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ফটক খুলে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আহসানুল কবীর রাত ১০টার দিকে বলেন, সূর্যসেন হলের প্রভোস্টকে হেনস্তা করায় শিক্ষার্থীরা ফটক অবরোধ করেছিলেন। পরে অভিযুক্ত ওই শিক্ষার্থী প্রভোস্টের পায়ে ধরে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধদুদফা টেন্ডারেও অংশ নেয়নি কেউ চালু করা যাচ্ছে না ফেরি সার্ভিস