লোহাগাড়ায় ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় প্রাণ গেল দুই শিশুর

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ১০:০৯ অপরাহ্ণ

লোহাগাড়ায় ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) উপজেলার চুনতি ও সদর ইউনিয়নে পৃথক এই ঘটনা ঘটে।

নিহতরা হল উপজেলার চুনতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মোহাম্মদ রাশেদুল হোসাইনের পুত্র ইফরাত হোসেন (৮) ও সদর ইউনিয়নের উজিরভিটা হাজির পাড়ার মৃত কবির আহমদের কন্যা আলিশা আক্তার (৬)।

স্থানীয় ইউপি সদস্য মো. তালিব আল মুহতাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে চুনতি শাহ সাহেব গেইট সড়কের মুফেন্স বাজার এলাকায় বসতঘর থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল শিশু ইফরাত হোসেন।

এ সময় দ্রুত গতির একটি ব্যাটারি চালিত রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে শিশুরটির মৃত্যু হয়। শিশু ইফরাত হোসেন চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

অপরদিকে, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম জানান, সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোনাবির পাড়ায় মায়ের সাথে ভাড়া বাসায় থাকত শিশু আলিশা আক্তার। ঘটনারদিন দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়ে দরবেশহাট ডিসি সড়ক পার হয়ে দোকানে যাচ্ছিল শিশুটি।

এ সময় উপজেলা সদর বটতলী স্টেশনমুখি বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত রিক্সা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন শিশুটির মৃত্যুর হয়। শিশু আলিশা আক্তার স্থানীয় একটি হেফজখানার ছাত্রী।

পূর্ববর্তী নিবন্ধউপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় একাধিক মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করায় জরিমানা