লোহাগাড়ায় একাধিক মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করায় জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ১০:১৫ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থীর প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ মে) রাতে উপজেলা আমিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

তিনি জানান, আচরণবিধি ভঙ্গ করে এক সাথে ৫টি গাড়িতে মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।

প্রচারণায় এক ইউনিয়নে একটির বেশি মাইক ব্যবহার করা যাবে না। উপজেলা নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় প্রাণ গেল দুই শিশুর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা